নাটক বা সিনেমায়, নায়ক-নায়িকা-ভিলেনের পাশাপাশি কয়েকজন চরিত্র অভিনেতারও দরকার পড়ে। না হলে গল্প এগোয় না। দৃশ্যগুলোয় বৈচিত্র্য আসে না। এশিয়া কাপে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের উপস্থিতি অনেকটা অতিথি চরিত্রের মতোই। ভারত ও পাকিস্তানের ‘প্রেমকাহিনি’র ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট। আয়োজক থেকে সম্প্রচারক, দর্শক থেকে বিজ্ঞাপনদাতা; সবাই চায় এই দলগুলো ভালো খেলুক কিন্তু শেষ পর্যন্ত যেন ফাইনালে উঠতে না পারে। অপারেশন সিঁদুর আর অপারেশন বুনিয়ান উন মারসুসের সময়ে, যখন ভারতের সাবেক ক্রিকেটাররাও পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের বিপক্ষে খেলতে চাইছেন না লেজেন্ডস লিগে, এ রকম সময়ে ভারত-পাকিস্তান এশিয়া কাপের ফাইনালে, কল্পনা করা যায় এর বাজারমূল্য কতটা হবে! সেই অমিত সম্ভাবনায় পানি ঢেলে দিতে পারে বাংলাদেশ, শ্রীলঙ্কা কিংবা আফগানিস্তান। এশিয়া কাপের ‘বি’ গ্রুপের চার দল হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকং। এর ভেতর বাংলাদেশের আছে গ্রুপের বাকি...