ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিশ্ববিদ্যালয়ের ৩২টি স্থানে ইউনিফরম ও সাদা পোশাকে দুই হাজার ১০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া তিনটি স্থানে রয়েছে রিজার্ভ ফোর্স। দায়িত্ব পালন করবেন পর্যাপ্ত র্যাব এবং বিজিবি সদস্য। নির্বাচনের আগে ও পরে মোট তিন দিন পুলিশের কঠোর অবস্থান থাকবে। নির্বাচন উপলক্ষ্যে সোমবার সকাল ৬টা থেকে বুধবার পর্যন্ত অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচন ঘিরে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই। তবে একজন ভোটারের ভোট দিতে ১-৮ মিনিট পর্যন্ত সময় লেগে গেলে ভোটারদের সারি দীর্ঘ হলে শিক্ষার্থীদের মধ্যে অস্থিরতা তৈরি হতে পারে। এছাড়া সাইবার জগতে গুজব ছড়িয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা হতে পারে। সাইবার...