সংখ্যালঘু অধিকার আন্দোলনের প্রতিনিধিরা বলেন, বর্তমান উপদেষ্টা পরিষদে সংখ্যালঘু সম্প্রদায়ের দুজন উপদেষ্টা আছেন। কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের সমস্যা নিয়ে তাদের কখনো কথা বলতে দেখা যায়নি। জাতীয় ঐকমত্য কমিশনেও সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো প্রতিনিধি নেই। আমাদের প্রশ্ন, ৮ শতাংশ জনগোষ্ঠীর কোনো প্রতিনিধি না থাকলে তাদের বাদ দিয়ে সেখানে কীভাবে ঐক্য হবে?সংবাদ সম্মেলন থেকে আসন্ন শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে কঠোর ব্যবস্থা নিতে সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সংখ্যালঘু অধিকার আন্দোলনের মুখপাত্র সুস্মিতা কর বলেন, ভারতে নতুন অভিবাসন আইন করা হয়েছে। এ আইনের পরও সরকারের টনক নড়ছে না। মানুষ নিরাপত্তা চায়। সে যদি নিরাপত্তা না পায়, তাহলে সে দেশত্যাগে বাধ্য হয়। বিগত কোনো সরকারের আমলেই এ দেশে সংখ্যালঘু সম্প্রদায় নিরাপদ ছিল না, এখনো নেই।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয়...