বর্তমানে শিক্ষার্থীদের স্কুলমুখী না হওয়ার প্রবণতা উদ্বেগজনক বাস্তবতায় পরিণত হয়েছে। শিক্ষা মানুষের মৌলিক অধিকার এবং আলোকিত সমাজ গঠনের প্রধান হাতিয়ার হলেও, নানা কারণে শিক্ষার্থীরা আজ স্কুলের প্রতি আগ্রহ হারাচ্ছে। প্রশ্ন জাগে, এই দায় কার? শিক্ষার্থী, অভিভাবক নাকি শিক্ষাব্যবস্থার দুর্বলতার? একটি শিশুকে স্কুলমুখী করতে পরিবার, শিক্ষক, সমাজ ও রাষ্ট্র সবার সমন্বিত ভূমিকা প্রয়োজন। কিন্তু নানা সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও নীতিগত সমস্যার কারণে সেই ভূমিকা আজ কার্যকরভাবে প্রতিফলিত হচ্ছে না। অনেক ক্ষেত্রে দরিদ্র পরিবারের শিশু জীবিকার তাগিদে পড়ালেখা ছেড়ে কাজে নামছে, আবার কোথাও শিক্ষকদের অনুপ্রেরণার অভাব কিংবা শিক্ষাব্যবস্থার বাঁধাধরা নিয়ম শিক্ষার্থীদের বিমুখ করছে। অন্যদিকে অভিভাবকের উদাসীনতা, প্রযুক্তির অযথা ব্যবহার এবং শিক্ষার মানের প্রশ্নও শিক্ষার্থীদের অনাগ্রহের কারণ। ফলে মূলত দায় কার, তা নির্ধারণ করা সহজ নয়। বরং বিষয়টিকে গোটা সিস্টেমের ত্রুটি ও সমাজ...