ঢাকা শহরের মানুষ ছাদ, মাঠ ও খোলা জায়গায় দাঁড়িয়ে এই অসাধারণ ‘ব্লাড মুন’ বা পূর্ণ চন্দ্রগ্রহণ উপভোগ করেছে। চন্দ্রগ্রহণ নিয়ে লিখেছেন অনিন্দ্য নাহার হাবীব রাতের আকাশে যখন পূর্ণচাঁদ হঠাৎ করে কালো ছায়ায় ঢেকে যায়, কিংবা লালচে আভায় রূপ নেয়, তখন সেটি শুধু এক মহাজাগতিক দৃশ্যই নয় এটি মানুষের কল্পনা, বিশ্বাস আর বৈজ্ঞানিক অনুসন্ধানের এক চিরন্তন বিষয়। চন্দ্রগ্রহণ নিয়ে যেমন কুসংস্কার ও পুরাণ জন্ম নিয়েছে, তেমনি ইতিহাসে ঘটেছে রাজনৈতিক চাতুর্য, আর আধুনিক যুগে চলছে সূক্ষ্ম বৈজ্ঞানিক গবেষণা। চন্দ্রগ্রহণ একেবারেই একটি প্রাকৃতিক মহাজাগতিক ঘটনা। এটি ঘটে তখনই, যখন পৃথিবী সূর্য আর চাঁদের মাঝখানে এসে দাঁড়ায়। এ অবস্থায় সূর্যের আলো সরাসরি চাঁদের ওপর পড়তে পারে না। পৃথিবীর বিশাল ছায়া চাঁদকে ঢেকে ফেলে। তবে আশ্চর্যের বিষয়, প্রতি পূর্ণিমাতেই যে চন্দ্রগ্রহণ হবে, তা নয়। কারণ...