অনিয়ম ও দুর্নীতির কারণে সমস্যায় পড়া পাঁচটি ইসলামি ব্যাংকের মধ্যে অন্যতম সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল)। সমস্যাগ্রস্ত এ পাঁচটি ব্যাংকে একীভূত করার উদ্যোগ নিয়েছে, বাংলাদেশ ব্যাংক। তবে এসআইবিএলের উদ্যোক্তা শেয়ারধারীরা একীভূত না করে তাদের হাতে ব্যাংকটি পরিচালনার দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে থেকে এ দাবি জানানো হয়। অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন, এসআইবিএলের প্রতিষ্ঠাকালীন উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান রেজাউল হক। এ সময় এসআইবিএলের উদ্যোক্তাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জাবেদুল আলম চৌধুরী, আবদুর রহমান, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন প্রমুখ। বাংলাদেশ ব্যাংক যে পাঁচটি রুগ্ন ব্যাংক একীভূত করার উদ্যোগ নিয়েছে, তাতে এসআইবিএল; ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক; ইউনিয়ন ব্যাংক; গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক নাম রয়েছে। এর আগে এক্সিম ব্যাংক একীভূত হতে চায় না বলে ব্যাংকটির...