রাত পোহালেই অনুষ্ঠিত হবে বহুল কাঙ্ক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পাস নির্ধারিত আটটি কেন্দ্রে এই ভোটগ্রহণ চলবে। তবে ভোটগ্রহণ শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগেই হঠাৎ আলোচনায় স্বতন্ত্র প্যানেল সমর্থিত সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী শামীম হোসেন। অভিযোগ উঠেছে, তাকে নির্বাচিত করতে নির্দেশনা দেওয়া হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী পরিচালিত কিছু টেলিগ্রাম চ্যানেলে। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে এগারোটার দিকে আওয়ামী লীগের নেতাকর্মী দ্বারা পরিচালিত ‘শেখ হাসিনা রিজার্ভ ফোর্স’ এবং ‘ঠিকানা… দেশরত্ন শেখ হাসিনা’ চ্যানেলে বড় একটা নির্দেশনা দেওয়ার স্ক্রিনশট সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ‘আগামীকাল ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ডাকসু) নির্বাচন। সবাইকে নিম্নোক্ত প্রার্থীদের সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। আর এই তালিকা...