গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর যেকোনো পর্যায়ে প্রথম নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশে। এ কারণে এই নির্বাচনে নজর পুরো দেশের। রাজনৈতিক মহলসহ সারাদেশের মানুষের মধ্যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন এবার আলাদা মাত্রা পেয়েছে। যারা এই নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদের অনেকেই আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে সামনের সারিতে ছিলেন। সবশেষ ডাকসু নির্বাচন হয়েছিল ২০১৯ সালে। ২০১৮ সালের কোটাবিরোধী আন্দোলনের পর সর্বোচ্চ আদালতের নির্দেশে হওয়া সেই নির্বাচনও দেশজুড়ে সাড়া ফেলেছিল। ছাত্রলীগের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছিলের আন্দোলনের নেতৃত্ব দিয়ে জনপ্রিয়তা পাওয়া নুরুল হক নুর। এবারও কোটাবিরোধী আন্দোলন থেকে বৈষম্যবিরোধী আন্দোলন এবং সবশেষে সরকার পতনের সফল আন্দোলনের এক বছর পরডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিশ্লেষকেরা মনে করছেন, আগামী ফেব্রুয়ারিতে হতে যাওয়া জাতীয় নির্বাচনের আগে এই ছাত্রসংসদ নির্বাচনটি অন্তর্বর্তী সরকারের...