ম্যাচের শুরুর দিকে আত্মঘাতী হলেন মানুয়েল লোকাতেল্লি। পরে আরেকবার পিছিয়ে পড়ল ইতালি। দুবারই ঘুরে দাঁড়িয়ে এক পর্যায়ে দুই গোলে এগিয়েও গেল তারা। কিন্তু ইসরায়েলও কম যায় না, সঙ্গে ইতালিয়ানদের আরেকটি আত্মঘাতী গোলে উত্তেজনার চূড়া স্পর্শ করল লড়াই। শেষ পর্যন্ত যোগ করা সময়ের গোলে স্বস্তির জয়ে হাফ ছাড়ল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। হাঙ্গেরির দেব্রেসেনে সোমবার রাতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি ৫-৪ গোলে জিতেছে ইতালি। হার দিয়ে বাছাই শুরুর পর টানা তিন ম্যাচ জিতল তারা। আক্রমণ-পাল্টা আক্রমণের জমজমাট লড়াইয়ে পজেশন রাখায় কিছুটা এগিয়ে ছিল ইতালি, আক্রমণেও তাই। তবে গোল উৎসবের ম্যাচে শেষ বাঁশির আগ পর্যন্ত কখনোই ফল নিয়ে অনিশ্চয়তা দূর হয়নি। গোলের জন্য ১৭টি শট নেয় বিজয়ীরা, ইসরায়েল নেয় ১১টি। দুই দলই সমান সাতটি করে লক্ষ্যে রাখতে পারে। ম্যাচের ষোড়শ মিনিটে লোকাতেল্লির ওই আত্মঘাতী...