রাত পোহালেই অনুষ্ঠিত হবে বহুল কাঙ্ক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পাস নির্ধারিত আটটি কেন্দ্রে এই ভোটগ্রহণ চলবে।দেশজুড়ে আলোচিত এই নির্বাচনের অন্যতম ভিপি প্রার্থী বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক উমামা ফাতেমা। তার এই পদে দাঁড়ানো নিয়ে ইতোমধ্যে বেশ আলোচনা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার এ প্রসঙ্গে মুখ খুললেন খোদ ফাতেমাই।সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে তিনি বলেন, ‘চব্বিশ সালের ৫ আগস্টের পরে এখানে সর্বক্ষেত্রে নারীদের যে একটা প্রতিনিধিত্ব থাকার কথা ছিল, সেটা জাস্ট নাই করে ফেলা হয়েছে। আপনি ৫ আগস্ট পরবর্তী সময়ে প্রত্যেকটি জায়গায় দেখেন, সব জায়গাতেই দেখা যাচ্ছে যে ধরনের যোগ্যতা বা ক্যালিবার সম্পন্ন নারীদের আসার কথা ছিল, সেখানে...