বাড়তি শুল্কের চাপ এড়াতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে করা চুক্তির ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের কোম্পানি ইউএস স্ট্র্যাটেজিক মেটালসের (ইউএসএসএম) সঙ্গে ৫০ কোটি ডলারের একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে পাকিস্তান। পাকিস্তানের পত্রিকা ডন মঙ্গলবার এক প্রতিবেদনে লিখেছে, মিজৌরিভিত্তিক ইউএসএসএম মূলত গুরুত্বপূর্ণ খনিজ উৎপাদন ও রিসাইক্লংয়ের কাজ করে থাকে। মার্কিন জ্বালানি বিভাগ এসব খনিজকে উন্নত উৎপাদন প্রযুক্তি ও জ্বালানি উৎপাদনের জন্য অপরিহার্য বলে চিহ্নিত করেছে। কোম্পানির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ইউএসএসএম পুরনো লিথিয়াম-আয়ন ব্যাটারি থেকে গুরুত্বপূর্ণ ধাতু সংগ্রহ, পাশাপাশি কোবাল্ট, নিকেল ও তামার খনন কাজে দক্ষ। পাকিস্তানে মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অব মিশন জ্যাক হারকেনরাইডার ইউএসএসএম এর প্রতিনিধিদলকে নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফ্রন্টিয়ার ওয়ার্কস অর্গানাইজেশনের সঙ্গে ওই এমওইউ সই করেন। মার্কিন শার্জ দ্য অ্যাফেয়ার্স নাটালি বেকার বলেন,...