বর্ষার পর শরতের আগমনের সঙ্গে খুলনায় রসাল তরমুজের চাষ ও ফলন কৃষকদের জন্য নতুন আশা বয়ে এনেছে। সাধারণত গ্রীষ্মকালীন এই ফলটি এখন বর্ষা ও শরতেও চাষ করা হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, খুলনার বটিয়াঘাটা, রূপসা, ডুমুরিয়া, পাইকগাছা ও দিঘলিয়া উপজেলায় চলতি অর্থবছরে ৯৬৬ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। এ থেকে প্রায় ৩০ হাজার মেট্রিক টন ফলনের সম্ভাবনা রয়েছে। মাচায় চাষ হওয়ায় পানি জমলেও ফলন ভালো এবং দামও ঠিক রয়েছে। কৃষকরা জানান, পাইকাররা ক্ষেত থেকেই কেজি প্রতি ৪০-৫০ টাকা দরে তরমুজ কিনে নিচ্ছেন। এক বিঘা জমিতে গড়ে ২০-২৫ হাজার টাকার খরচে ১ লাখ টাকারও বেশি লাভ হচ্ছে। সরকারি সহায়তা ও মাঠ পর্যায়ের প্রশিক্ষণের ফলে অফসিজনে তরমুজ চাষে সফলতা পেয়েছেন তারা। খুলনা অঞ্চলের কৃষি সম্প্রসারণ...