ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে এক সিকোয়েন্স। ঢাকার পাশে জাহাঙ্গীরনগর জাকসুতে আরেক। দূরের রাজশাহী-চট্টগ্রামে রাকসু-চাকসুতে আরেক। জাতীয় সংসদ নির্বাচনের আগে ভোটের এ রিহার্সালে, জাতীয় রাজনীতির জন্য বার্তায় ভরা। জাতীয় রাজনীতিতে বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান নেতৃত্ব শূন্যতার বড় কারণের একটি মনে করা হয়, ডাকসুসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের অনুপস্থিতিকে। এ কারণটা অন্তত ফয়সালা হোক। কেউ হারবে, কেউ জিতবে। যারা হারবে, তারা জিততে জিততেই হারবে। হেরে যাওয়া মানেই হারিয়ে যাওয়া নয়। ছাত্র সংসদ নির্বাচনে জয়ী ও পরাজিতরা, জাতীয় রাজনীতিতে জায়গা করে নেবে। জিতলে শিক্ষার্থীদের জন্য কী কী করবে, তা ইশতেহার আকারে প্রকাশ করেছে বিভিন্ন ছাত্র সংগঠন ও স্বতন্ত্র প্যানেলগুলো। স্বতন্ত্র প্রার্থী হওয়া ব্যক্তিরাও, আলাদাভাবে ইশতেহার প্রকাশ করেছেন। ছাত্র সংসদ নির্বাচনগুলোতে ইশতেহারে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে প্রার্থীদের দেওয়া অঙ্গীকারগুলো বিশ্লেষণ করার মতো।...