নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি দেশজুড়ে সহিংস বিক্ষোভ এবং ১৯ জনের মৃত্যুর পরও ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য অ্যাপের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে অস্বীকৃতি জানিয়েছেন। সোমবার মন্ত্রিসভার বৈঠকে স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রী প্রদীপ পাউডেল সোশাল মিডিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব দিলেও ওলি বলেন, সরকারের সিদ্ধান্ত সঠিক ছিল এবং তা পুনর্বিবেচনা করা যাবে না। কয়েকটি সূত্র এক মন্ত্রীর উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে। ওলি এই অটল অবস্থান জানান দিলেন এমন সময়ে, যখন নেপালি কংগ্রেস কার্যালয়ের বৈঠকেও দ্রুত সোশাল মিডিয়া পুনরায় চালু করার আহ্বান জানানো হচ্ছে। বৈঠকে উপস্থিত একজন মন্ত্রী জানান, স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে পদত্যাগপত্র জমা দিয়েছেন। সূত্রের ভাষ্য, রমেশ বলেন, “অনেক প্রাণহানি হয়েছে। নৈতিক দায় নিয়ে আমি...