ফ্রান্সের পার্লামেন্টে আস্থা ভোটে পদচ্যুত হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু। সোমবার (০৮ সেপ্টেম্বর) তাকে অপসারণ করার পক্ষে ভোট দিয়েছেন ফরাসি পার্লামেন্টের বেশির ভাগ সদস্য। প্রধানমন্ত্রী বাইরুকে পরাজিত করতে তার বিপক্ষে ভোট পড়েছে ৩৬৪টি। অপরদিকে তাকে প্রধানমন্ত্রী পদে রাখার পক্ষে ভোট দিয়েছেন পার্লামেন্টের ১৯৪ জন সদস্য। এই পরাজয়ের অর্থ হলো, মঙ্গলবার বাইরু তার সরকারের পদত্যাগপত্র প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর কাছে জমা দেবেন। প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, নতুন প্রধানমন্ত্রী নিয়োগের বিষয়টি আগামী কয়েক দিনের মধ্যেই হবে। এভাবে ফ্রান্স দুই বছরেরও কম সময়ে পঞ্চম প্রধানমন্ত্রীর দিকে এগোচ্ছে। এটি একটি হতাশাজনক রেকর্ড, যা প্রেসিডেন্ট মাখোঁর দ্বিতীয় মেয়াদের ভেতরে ছড়িয়ে থাকা অচলাবস্থা ও হতাশাকে স্পষ্ট করে। বাইরুর পতন ঘটে যখন তিনি তার সরকারকে দাঁড় করান জরুরি আস্থা ভোটে, যেখানে মূল বিষয় ছিল ফ্রান্সের ঋণ। তিনি সারা গ্রীষ্মকাল...