অজয় দেবগন অভিনীত, অমিত রবীন্দ্রনাথ শর্মা পরিচালিত হিন্দি সিনেমা ‘ময়দান’ মুক্তি পেয়েছিল গত বছরের এপ্রিলে। তবে দর্শক টানতে ব্যর্থ হয় ছবিটি। ব্যবসায়িক ও সমালোচনামূলক—দুই ক্ষেত্রেই ভরাডুবি ঘটে। বলিউড প্রযোজক বনি কাপুরের স্বপ্নের এই প্রজেক্ট তৈরি হতে লেগেছিল প্রায় পাঁচ বছর। ২০১৯ সালে শুটিং শুরু হলেও করোনার দাপটে ছবিটি শেষ হতে গড়ায় ২০২৪ পর্যন্ত। শুরুর পরিকল্পনা ছিল ১২০ কোটি রুপি বাজেট, কিন্তু শেষ পর্যন্ত খরচ দাঁড়ায় প্রায় ২১০ কোটি রুপিতে। অথচ বক্স অফিসে আয় মাত্র ৬৮ কোটি রুপি। বনি কাপুরের দুঃসহ অভিজ্ঞতাচলচ্চিত্র সমালোচক কোমল নাথার সঙ্গে আলাপচারিতায় বনি কাপুর বললেন, ‘“ময়দান” বানাতে গিয়ে আমি বিপুল ক্ষতির মুখে পড়ি। ২০২০ সালের জানুয়ারিতে ছবির প্রায় ৭০ শতাংশ কাজ শেষ হয়েছিল। মার্চের শেষ দিক থেকে ম্যাচের দৃশ্যধারণের পরিকল্পনা ছিল। বিদেশ থেকে ২০০-২৫০ জন খেলোয়াড়সহ...