যুক্তরাজ্যের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ দায়িত্ব নিয়েই ভিসা নীতিতে কড়াকড়ির বার্তা দিয়ে বলেছেন, অবৈধ অভিবাসীদের ফেরত নেওয়ার জন্য যেসব দেশ চুক্তি করতে রাজি না, সেই দেশগুলোর নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করা হতে পারে। সোমবার লন্ডনে ‘ফাইভ আইজ’ গোয়েন্দা সহযোগিতা জোটের সভায় মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি প্রধান ক্রিস্টি নোয়েম এবং অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তিনি একথা বলেন। ব্রিটিশ সরকার ছোট ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আসা লোকজনের ঢল কমানোর জন্য প্রতিনিয়তই চাপের মুখে থাকার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা দিলেন। গত সপ্তাহে উপ-প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার পদত্যাগের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার মন্ত্রিসভায় রদবদল করেন। এর আওতায়ই ইতিহাস গড়ে নতুন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী হন পাকিস্তানি বংশোদ্ভূত শাবানা মাহমুদ। ১৯৮০ সালে বার্মিংহামে পাকিস্তানি বংশোদ্ভূত পরিবারে শাবানার জন্ম। যুক্তরাজ্যের পাশাপাশি শৈশবের একাংশ...