তারা যে সময়ে ক্রিকেট খেলতেন, তখন প্রযুক্তির এত রমরমা ছিল না। ক্রিকেট নিয়ে উন্মাদনাও ছিল না। তাই গাজী আশরাফ হোসেন লিপু, আমিনুল ইসলাম বুলবুল, আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু ও খালেদ মাসুদ পাইলটদের একসঙ্গে একই মঞ্চে খুব একটা দেখা যায়নি। এনসিএল টি-২০ এর লোগো উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ৫ অধিনায়ককে দেখা গেল একই মঞ্চে। সময় অবশ্য তাদের ক্রিকেটার থেকে বানিয়েছে ক্রিকেট প্রশাসক। লিপু প্রধান নির্বাচক, বুলবুল ক্রিকেট বোর্ডের সভাপতি, নান্নু সাবেক প্রধান নির্বাচক, আকরাম ক্রিকেট বোর্ডের পরিচালক আর পাইলট কোয়াব-এর নির্বাহী সদস্য। ৫ সাবেক অধিনায়ক একসঙ্গে স্মৃতিচারণ করেছেন তাদের সোনালি দিনের, যার অনেকটা জুড়েই ছিল ১৯৯৭ সালের আইসিসি ট্রফি। বোর্ড সভাপতি বুলবুল বলছিলেন এক আড্ডার কথা, যেখানে আলোচনা হচ্ছিল ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয় নিয়ে সিনেমা করার ব্যাপারে।...