জন্ম ও মৃত্যু নিবন্ধন শতভাগ নিশ্চিত করতে `জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন' শক্তিশালী করা জরুরি বলে এক কর্মশালায় অভিমত উঠে এসেছে। সোমবার ঢাকার একটি হোটেলে ‘বাংলাদেশে জন্ম ও মৃত্যু নিবন্ধন: অগ্রগতি, প্রতিবন্ধকতা ও করণীয়’ শিরোনামে এ কর্মশলা হয়, যেখানে বিভিন্ন সংবাদমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশগ্রহণ করেন। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের (জিএইচএআই) সহযোগিতায় প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় মূল প্রবন্ধ পাঠ করেন প্রজ্ঞার কর্মসূচি প্রধান হাসান শাহরিয়ার। হাসান শাহরিয়ার বলেন, “বর্তমানে দেশে জন্ম ও মৃত্যু নিবন্ধনের হার যথাক্রমে ৫০ শতাংশ এবং ৪৭ শতাংশ। অথচ বৈশ্বিক জন্ম ও মৃত্যু নিবন্ধনের গড় হার ৭৭ শতাংশ এবং ৭৪ শতাংশ।” বাংলাদেশ সরকার ২০৩০ সালের মধ্যে শতভাগ জন্ম এবং মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ হয়েছে জানিয়ে তিনি বলেন, “জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন,...