ক্যাম্পাসে একক আধিপত্য নেই কোনো ছাত্র সংগঠনের, ক্ষমতাসীন দলের সংগঠনের সেই দাপটও নেই, এককভাবে কোনো প্রার্থী বা প্যানেলকে বড় ব্যবধানে এগিয়ে রাখছেন না ভোটাররা। জুলাই অভ্যুত্থানের পর এমন ভিন্ন এক প্রেক্ষাপটে ছয় বছর পর হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। অন্তর্বর্তী সরকারের এই সময়ে জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে সরব আলোচনার মধ্যে ডাকসুর ভোট উত্তাপ ছড়িয়েছে ক্যাম্পাসের বাইরেও। প্রার্থীদের কেউ কেউ নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে শঙ্কার কথা বললেও; অভিযোগ-পাল্টা অভিযোগ তুললেও উৎসবমুখর পরিবেশ ছাপিয়ে গেছে সবকিছুকে। সবার আশা ভোটাররা কেন্দ্রে আসবেন নিজেদের প্রতিনিধি নির্বাচনে তাদের পছন্দ প্রকাশ করবেন। নির্বাচনে নতুনত্ব এনে এবার ভোটকেন্দ্রগুলোকে আবাসিক হলের বাইরে এনেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ; নেওয়া হয়েছে সাংবাদিকদের সামনে ব্যালট-বাক্স সিলগালা আর ভোটগণনা এলইডি স্ক্রিনে প্রদর্শনের উদ্যোগ। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রে...