নেপালে চলমান সরকারবিরোধী বিক্ষোভে আহতদের চিকিৎসার জন্য রক্তের চাহিদা তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে। আহতদের চিকিৎসায় রক্ত সরবরাহ নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে দেশটির স্বাস্থ্য খাত। জাতীয় ব্লাড ব্যাংক সেন্ট্রাল ব্লাড ট্রান্সফিউশন সার্ভিসের টেকনিক্যাল কর্মকর্তা সঞ্জীব কুমার যাদব জানান, কাঠমান্ডুর বিভিন্ন হাসপাতালে শত শত আহত রোগী ভর্তি হচ্ছেন। তাদের চিকিৎসার জন্য হাজার হাজার ব্যাগ রক্ত প্রয়োজন হচ্ছে। তিনি বলেন, ‘শুধু সোমবার সকাল থেকে আমরা ১ হাজার ২০০ ব্যাগ রক্ত সংগ্রহ করেছি। এর মধ্যে ২০০টিরও বেশি ব্যাগ ইতোমধ্যেই ন্যাশনাল ট্রমা সেন্টার ও বীর হাসপাতাল পাঠানো হয়েছে। বাকি হাসপাতালগুলোতেও দ্রুত রক্ত পাঠানো হবে।’ তিনি আরও জানান, বিভিন্ন হাসপাতাল থেকে নিরবচ্ছিন্নভাবে রক্তের জন্য ফোন আসছে। তবে আশার বিষয় হলো, শত শত তরুণ-তরুণী স্বেচ্ছায় রক্ত দিতে এগিয়ে আসছেন। এ জন্য ব্লাড ব্যাংকের ২০ জন কর্মী...