অনেকদিন ধরেই আলোচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আসবেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিসিবির পরিচালক পদে নির্বাচন করার ঘোষণা দিলেও সভাপতি পদে লড়তে চলেছেন দেশের ক্রিকেটের কিংবদন্তি সাবেক। তামিমের নির্বাচন করার বিষয়টি সামনে আসার পর দীর্ঘ সময় ধরে পরিচালক হিসেবে বিসিবিতে দায়িত্ব পালন করা তার চাচা আকরাম খান জানালেন তিনি নির্বাচন করছেন না। এবার কারণও ব্যাখ্যা করলেন সাবেক এই অধিনায়ক। সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এনসিএল টি-টুয়েন্টির মোড়ক উন্মোচন হয়েছে। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন, নির্বাচনে অংশগ্রহণ না নেওয়ার কারণ। বলেছেন, ‘যেহেতু আমার পরিবারের আরেকজন সদস্য নির্বাচনে অংশ নিচ্ছে…বোর্ডে একই পরিবারের দু’জন থাকাটা আমার পছন্দ না। ও (তামিম) তো আমার ছোট, আমার ছেলের মতো, ওকে আমি কোলে নিয়েছি। এজন্য আমি ওখান থেকে সরে এসেছি। এটা দেখতেও ভালো লাগে না। একজন...