০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৬ এএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৬ এএম রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলা নিয়ন্ত্রণের সময় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় আরো তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় আরো তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে অভিযান এখনো অব্যাহত রয়েছে।গ্রেফতারকৃতরা হলেন- গত ৬ ও ৭ সেপ্টেম্বর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের মো. লাল মিয়া মৃধার ছেলে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিরু মৃধা, দক্ষিণ উজানচর দিরাজতুল্লা মৃধাপাড়া আক্কাস মৃধার ছেলে ও উজানচর ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের...