রাশিয়ার ছোড়া ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের রাজধানী কিয়েভের মন্ত্রিসভা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইউক্রেনের ক্যাবিনেটমন্ত্রীদের দপ্তর ভবনে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছে মস্কো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার এক বিবৃতিতে বলেছে, তাদের বাহিনীগুলো ইউক্রেনের ড্রোন সংযোজন কারখানার পাশাপাশি কিয়েভের একটি শিল্প উদ্যোগে আঘাত হানলেও অন্য কোনো ভবনকে লক্ষ্যবস্তু করেনি। মন্ত্রণালয়টি জানিয়েছে, ইউক্রেনের ড্রোন উৎপাদন, মেরামত ও মজুদ করার স্থাপনাগুলো এবং দেশটির মধ্যাঞ্চলে, দক্ষিণাঞ্চলে ও পূর্বাঞ্চলের সামরিক ক্ষেত্রগুলোতে উচ্চ নির্ভুলতার সঙ্গে ব্যাপক আক্রমণ চালিয়েছে তারা। এর পাশাপাশি তারা রাজধানী কিয়েভের পশ্চিমের শহরতলিতে অবস্থিত শিল্প উদ্যোগ ‘কিইভ-৬৭’-এ এবং নগরীটি দক্ষিণাংশে একটি লজিস্টিক স্থাপনাকে লক্ষ্যস্থল করেছে বলে জানিয়েছে। বিবৃতিতে মন্ত্রণালয়টি বলেছে, আঘাত হানার লক্ষ্য পূরণ হয়েছে। নির্ধারিত সবগুলো লক্ষ্যে আঘাত হানা হয়েছে। কিয়েভের সীমার মধ্যে আর কোনো লক্ষ্যে আঘাত হানা হয়নি। রবিবার ইউক্রেনের কর্মকর্তারা অভিযোগ...