ভোলার লালমোহন উপজেলার গজারিয়া এলাকার মধ্যবিত্ত পরিবারের ছেলে মোহাম্মদ আম্মার। তিনি গজারিয়া ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার আলিম ২য় বর্ষের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ের কাজ করে নিজেকে আত্মনির্ভর ও দক্ষ করে তুলেছেন। নাগাল পেয়েছেন সফলতার। আম্মার ছোটবেলা থেকেই স্বপ্ন দেখেছেন প্রযুক্তির জগতে নিজের পরিচয় গড়ার। তবে প্রত্যন্ত গ্রামীণ পরিবেশে বড় হওয়ায় সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া সহজ ছিল না। অনেক দিন ধরে তিনি নিজের লক্ষ্য নিয়ে দ্বিধাগ্রস্ত ছিলেন। তবে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সাহসিকতার সঙ্গে তিনি কুমিল্লায় প্রযুক্তি জগতের যাত্রা শুরু করেন। সেখানে ভর্তি হন আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘এক্সপার্ট আইটি পার্ক’-এর ডিজিটাল মার্কেটিং কোর্সে। এক্সপার্ট আইটি পার্কে তিনি মেন্টর হিসেবে পান সফল ফ্রিল্যান্সার মো. ওমর ফারুককে। আম্মার বলেন, ‘ওমর ফারুক সবসময় পাশে ছিলেন। যে কোনো সমস্যায় তিনি আমাকে ধৈর্য ধরে বোঝাতেন...