০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারতীয় পাহাড়ি ঢলের পানির তোড়ে বেড়িবাঁধের দুটি জায়গায় ১২ থেকে ১৪ ফুট ভেঙে যায়। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের সীমান্তবর্তী জয়নগর ও ছয়ঘড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।মোগড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য তাজুল ইসলাম জানান, রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির চাপ বেড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই জয়নগর ও ছয়ঘড়িয়া পূর্বপাড়া এলাকায় বাঁধে ফাটল দেখা দেয়। পরে পানির তীব্র স্রোতে বাঁশ গাছের জারসহ মাটি ভেঙে পড়ে পানি ঢুকে পড়ে। খবর পেয়ে মসজিদের মাইকে ঘোষণা দেয়া হলে শতাধিক গ্রামবাসী ঝুড়ি, কোদাল, বস্তা ও বাঁশ নিয়ে ছুটে আসেন। সবাই মিলে রাতভর কাজ করে ধসে যাওয়া বাঁধ রক্ষায় প্রাণপণ চেষ্টা চালান...