০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের মাধ্যমে ইতোমধ্যেই সুফল পেতে শুরু করেছে নগরবাসী। বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত যানবাহন চলাচলের জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়েটি খুলে দেয়ার কারণে এই সুফল এসেছে। প্রতিদিন এই রুটে স্বাচ্ছন্দে চলাচল করছে নগরবাসী। তাই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ দ্রত সম্পন্ন করা জরুরি বলে মনে করছেন নগরবাসী। এর আগে নানা জটিলতায় তেজগাঁও থেকে কুতুবখালী অংশের নির্মাণ কাজ বন্ধ ছিলো। অনিশ্চয়তায় পড়েছিলো প্রকল্পটি। শেয়ার নিয়ে বিদেশি ঠিকাদারদের বিরোধে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ প্রথম দফা বন্ধ হয়। প্রকল্প সূত্র বলছে, পুরো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে। এক্সপ্রেসওয়েটি বিমানবন্দর পয়েন্টে ২৪ কিলোমিটার দীর্ঘ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে যুক্ত হবে ওই প্রকল্প আগামী বছরের জুনের...