০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৫ এএম মিনি পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই শুরু হচ্ছে নতুন বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা। রাত পোহালেই ভোট উৎসব শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু)। দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর সুষ্ঠু নির্বাচনের সাক্ষী হতে যাচ্ছে নতুন প্রজন্মের ভোটররা। প্রচ্যের অক্সফোর্ডের ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থীর মর্যাদার লড়াই আজ। তারা ছাত্র প্রতিনিধি নির্বাচিত করে মুক্তবুদ্ধি, মুক্তচিন্তার চর্চা করবে নাকি বিশেষ গোষ্ঠীর শৃঙ্খলে বাধা পড়বে, তার ফয়সালা হবে আজ। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ডাকসুর ৩৯ হাজার ৭৭৫ জন ভোটারের জন্য অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ডাকসু নির্বাচন কমিশন। আইন-শৃঙ্খলা বাহিনীও জোরদার করেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা...