০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে মিকেল মেরিনোর হ্যাটট্রিকে তুরস্ককে বিধস্ত করেছে স্পেন। সাবেক চ্যাম্পিয়নদের দাপুটে ফুটবরের সামনে ঘরের মাঠে দাঁড়াতেই পারেনি তুরস্ক। রোববার বিশ্বকাপ বাছাইয়ে স্বাগতিকদের ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে স্প্যানিশরা। ঘরের মাঠে ম্যাচ শুরু হতেই প্রথম আক্রমণ শানায় তুরস্ক। ডি বক্সের বাইরে থেকে হাকান কালহানোগ্লুর শট রুখে দেন স্পেন গোলরক্ষক উনাই সিমোন। এরপরই টানা আক্রমণ শুরু করে স্পেন। খুব দ্রুত গোলও পেয়ে যায় তারা। ৬ মিনিটে নিকো উইলিয়ামসের পাস ধরে ডি বক্সের বাইরে থেকে শটে দলকে এগিয়ে নেন পেদ্রি। ২২ মিনিটে চমৎকার এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন মিকেল মেরিনো। এর দুই মিনিট পর গোলের সুবর্ণ সুযোগ পেয়েও হতাশ করেন ইয়ামাল। পেদ্রির ফিরতি পাস ছয় গজ বক্সের মুখে পেয়ে...