০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৪ এএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৪ এএম স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)-এর সঙ্গে ফিলিস্তিনের প্রধান বিচারপতি ড. মাহমুদ আল-হাব্বাসের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছেন। গতকাল সোমবার এই সাক্ষাৎকালে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক, কৃষি পণ্য উৎপাদন ও রপ্তানির ব্যাপারে আলোচনা হয়। উপদেষ্টা প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, ফিলিস্তিন ও বাংলাদেশ একে অপরের অকৃত্রিম বন্ধু। বাংলাদেশের জনগণ সবসময় ফিলিস্তিনের জনগণের পাশে আছে। ফিলিস্তিনের সাথে যেকোনো বিষয়ে আমরা কাজ করতে প্রস্তুত। ফিলিস্তিনের প্রধান বিচারপতি তার দেশের কৃষি উৎপাদন ও রফতানিমুখী কৃষি পণ্যের বিষয়ে বলেন, তার দেশ বাংলাদেশে রফতানিমুখী ও অধিক উৎপাদনশীল ফসল উৎপন্ন করতে আগ্রহী। বাংলাদেশে চাষযোগ্য জমি পেলে তারা রফতানিমুখী বিভিন্ন উচ্চফলনশীল ফসল উৎপাদন করতে পারবে। এতে এ দেশের কৃষি শ্রমিকদের কর্মসংস্থান...