রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধসহ দেশের গুরুত্বপূর্ণ সব আন্দোলনে অসামান্য ভূমিকা রেখেছে ডাকসু এবং এর নেতৃবৃন্দ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের ‘দ্বিতীয় সংসদ’ হিসেবে খ্যাত এই ডাকসু নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রশাসনের চেষ্টার কমতি নেই।এই নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন ও ঢাবি প্রশাসনের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাষ্ট্রীয় সংস্থার সঙ্গে একাধিক ফলোআপ সভা নিয়মিত অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের আগের দিন থেকে (সোমবার) নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে পুরো ক্যাম্পাস। নিরাপত্তায় ক্যাম্পাসে বসানো হয়েছে দুই শতাধিক সিসি ক্যামেরা।অন্তর্বর্তী সরকার ও ঢাবি প্রশাসনের সংশ্লিষ্ট সূত্র বলছে, এই নির্বাচনের পরিবেশ-পরিস্থিতির ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশের জাতীয় রাজনীতির রূপ কেমন হবে। ফলে ছাত্র সংসদ নির্বাচনটি প্রায়...