সরকারের দুর্নীতি, সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো বন্ধ করে দেয়ায় আন্দোলনে উত্তাল নেপাল। বিক্ষোভের প্রভাবে বতিল করা হয়েছে নেপাল ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় প্রীতি ম্যাচেটি। অস্বাভাবিক পরিস্থিতে কেমন কেটেছিল জামাল ভূঁইয়াদের। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভিডিও বার্তায় জানিয়েছেন দলের ম্যানেজার আমের খান। সোমবারের পরিস্থিতি সম্পর্কে আমের বলেছেন, ‘সকালে থেকে আমরা যখন শুনতে পারলাম এখানে শিক্ষার্থীদের আন্দোলন চলছে, তখনও আমরা বুজতে পারিনি যে এতটা তীব্র আন্দোলন হচ্ছে এখানে। আসলে আমরা কোন কিছু আঁচ করতে পারিনি টিম হোটেলে বসে। যখন আমাদের সূচি ছিল ২টা থেকে সোয়া ২টায় হোটেল থেকে বের হব, তখনি নিউজ আসল। যখন আমরা অপেক্ষা করছি তখন আমাদের আনফা (অল নেপাল ফুটবল অ্যাসোশিয়েসন) থেকে বলা হল যে, আপনারা আপনাদের সময় এক ঘণ্টা পিছিয়ে দেন, আপনারা পরের ট্রেনিংয়ে যাবেন।’ আশেপাশের অবস্থা জানিয়ে আমের...