০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ এএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ এএম বাংলাদেশ এগোচ্ছে-এই বয়ান এখন যথেষ্ট নয়, বরং দুর্নীতির পাশাপাশি হয়রানিকে রাষ্ট্রীয় ব্যাধি হিসেবে চিহ্নিত করে অর্থনীতির গতি বাড়ানোর তাগিদ দিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, ব্যবসা ও দৈনন্দিন জীবনে দুর্নীতির পাশাপাশি হয়রানিও বড় বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। দুর্নীতির বিরুদ্ধে যেমন-লড়াই করতে হবে, তেমনি হয়রানির বিরুদ্ধেও একই শক্তি প্রয়োগ করতে হবে বলে মনে করেন হোসেন জিল্লুর রহমান। গতকাল সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ‘বাণিজ্যযুদ্ধের প্রেক্ষাপটে বাংলাদেশের করণীয় ও এফবিসিসিআই’র ভূমিকা’ শীর্ষক সেমিনার আয়োজন করে বাংলাদেশ বিজনেস ফোরাম (বিবিএফ)। সেই সেমিনারে এ কথা বলেন হোসেন জিল্লুর রহমান। ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, আমরা খুব সহজে আত্মতুষ্টির ফাঁদের মধ্যে ঢুকে যাই। আগেও ঢুকেছি। এখনো কিন্তু সেই আত্মতুষ্টির ফাঁদের...