প্রায় ৬ বছর পর মঙ্গলবার মাঠে গড়াতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচন। এ নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনীতি, গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকদিন ধরে বেশ আলোচনা চলছে। নির্বাচনে ছাত্রদল, ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, প্রগতিশীল ছাত্র সংগঠনসহ বিভিন্ন ছাত্র সংগঠন আলাদা আলাদা প্যানেল থেকে অংশ নিচ্ছে। অনেকে স্বতন্ত্র প্রার্থীও হয়েছেন। কোনো কোনো সংগঠনকে এ নিয়ে বিভিন্ন জরিপের ফলাফলও প্রকাশ করতে দেখে গেছে। বিভিন্ন গণমাধ্যমও এ নির্বাচন নিয়ে নানা অনুষ্ঠান প্রচার কিংবা জরিপ চালিয়েছে। তবে বারবার একটি প্রশ্ন সামনে আসছে, ডাকসু নির্বাচন দেশের রাজনীতিতে হঠাৎ এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলো কেন? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিগত আওয়ামী লীগ সরকারের দেড় দশকের শাসনামলে দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছিল। প্রশ্নবিদ্ধ নির্বাচন ব্যবস্থায় তরুণদের অনেকেই দেশের নির্বাচন ব্যবস্থা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। যে...