চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ নুরুল্লাহ নুরী। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক আদেশে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) নুরী বর্তমান প্রশাসক বাংলাদেশ শিপিং করপোরেশনের নির্বাহী পরিচালক মুহাম্মদ আনোয়ার পাশার স্থলাভিষিক্ত হচ্ছেন। নুরুল্লাহ নুরী মঙ্গলবার থেকে চট্টগ্রাম চেম্বারের চলমান নির্বাচনি কার্যক্রম সম্পন্ন করা পর্যন্ত প্রশাসক হিসেবে দাযিত্ব পালন করবেন বলে আদেশে বলা হয়েছে। গত বছরের ৫ অগাস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ নেতৃত্বধীন সরকারের পতনের পর ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম চেম্বারে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয় তৎকালীন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার...