০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ এএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ এএম যুক্তরাষ্ট্র সরকার নতুন নির্দেশনা জারি করেছে, যেখানে বলা হয়েছে—নন-ইমিগ্রান্ট ভিসা (এনআইভি) আবেদনকারীদের এখন থেকে তাদের নিজ দেশের নাগরিকত্ব বা বৈধ আবাসস্থলের মার্কিন দূতাবাস বা কনস্যুলেটে সাক্ষাৎকারের সময় নির্ধারণ করতে হবে। এই নিয়ম কার্যকর হওয়ায় ভারতীয় নাগরিকরা আর বিদেশে গিয়ে দ্রুত বি১ (ব্যবসা) বা বি২ (পর্যটন) ভিসার সাক্ষাৎকারের তারিখ নিতে পারবেন না। কোভিড-১৯ পরবর্তী সময়ে ভারতে দীর্ঘ অপেক্ষার কারণে অনেকেই জার্মানি, ব্যাংকক, সিঙ্গাপুর বা ব্রাজিলের মতো দেশে গিয়ে সাক্ষাৎকার দিতেন।ভারতে বর্তমান সাক্ষাৎকারের অপেক্ষার সময় : হায়দরাবাদ ও মুম্বাই সাড়ে ৩ মাস, দিল্লিতে সাড়ে ৪ মাস, কলকাতায় ৫ মাস এবং চেন্নাইয়ে ৯ মাস। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানিয়েছে, ‘এ নিয়ম বিশ্বব্যাপী প্রযোজ্য। শুধুমাত্র সেইসব দেশের নাগরিকরা, যেখানে যুক্তরাষ্ট্র রুটিন এনআইভি কার্যক্রম...