০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন বলেছেন, ইসলাম ধর্মের মর্মবাণী হচ্ছে সহশীলতা। মুসলিম নেতাদের চরিত্রে সহনশীলতা অপরিহার্য। কারণ উগ্রবাদ ও প্রতিহিংসা নয়, পরমত সহনশীলতাই যোগ্য নেতার জন্ম দেয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ও চিন্তা-চেতনায় সে সহনশীলতা আমি দেখেছি। গতকাল সোমবার সন্ধ্যায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের একটি প্রতিনিধিদল ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীনের সাথে সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশি-বিদেশি চক্রান্তকারীদের হাত থেকে দেশকে বাঁচাতে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের দাবি। দেশের সব জাতীয়তাবাদী ও ইসলামী ধারার রাজনৈতিক দল ও শক্তিকে ঐকবদ্ধ হতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে আমি যে রাজনৈতিক দূরদর্শিতা, দেশের মানুষের প্রতি ভালোবাসা-মমত্ববোধ, ইসলামের প্রতি...