০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম ভোলার দারুল হাদীস কামিল মাদরাসার মুহাদ্দীস ও উপজেলা পরিষদ মসজিদের খতিব দুর্বৃত্তদের হাতে খুন হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে দেশের মাদরাসা শিক্ষক-কর্মচারীদের পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন। এহেন ন্যাক্কারজনক কাজের তীব্র নিন্দা ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবী জানিয়ে সংগঠনের সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন ও মহাসচিব অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী এক বিবৃতিতে বলেন, একজন দ্বীনের দা’য়ী, যিনি সমাজ সংস্কারে বিভিন্নভাবে আত্মনিয়োগ করে থাকেন। সমাজ থেকে অপসংস্কৃতি ও অনৈতিকতা দূর করণে একজন খতিব এবং মাদরাসার শিক্ষককের ভূমিকা অপরিসীম। সেই মাদরাসা শিক্ষক বা মসজিদের ইমাম খতিব যখন এমন নৃশংসভাবে হত্যা হয়, তখন সাধারণ মানুষ নির্বাক হয়ে যায়। আর এমন ঘটনা তারাই ঘটায় যারা দেশ ও...