০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেছেন। গতকাল বিকেলে বার অ্যাসোসিয়েশন ভবনে অনুষ্ঠিত এ সভায় তিনি আইনজীবীদের বিভিন্ন সমস্যা শোনেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। অ্যাটর্নি জেনারেল বলেন, সরকারিভাবে আইনজীবীদের জন্য উন্নত মানের প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। তিনি সতর্ক করে বলেন, দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না, বরং কঠোর শাস্তি দেওয়া হবে। তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের চেতনা বৃথা যেতে দেওয়া হবে না। একটি সাংবিধানিক কাঠামো গড়ে তোলা হবে যেখানে ন্যায়বিচার ও ভোটাধিকার নিশ্চিত থাকবে। তিনি দাবি করেন, গত এক বছরে কোনো গুম-খুনের ঘটনা ঘটেনি। ৭১ এর ধারাবাহিকতায় এসেছে জুলাই ২৪। খুন-গুমে জড়িতদের পাশাপাশি সব অপরাধের বিচার হবে, যোগ করেন তিনি।...