০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৫ এএম আজ থেকে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপের টি-টোয়েন্টি আসর। এবার টুর্নামেন্টে অংশ নিচ্ছে সর্বাধিক আট দল। এশিয়া কাপের ১৭তম আসর শেষ হবে ২৮ সেপ্টেম্বর। টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবি ও দুবাইয়ে। সব ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা)। একমাত্র ডাবল হেডারের দিন প্রথম ম্যাচ শুরু স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়)।আবারও কেন সংযুক্ত আরব আমিরাতে?ভারত ছিল টুর্নামেন্টের আনুষ্ঠানিক আয়োজক। তবে পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কারণে দুই দেশ একে অপরের মাটিতে খেলে না। ভারত যদি আয়োজক হতো, তাহলে পাকিস্তানের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে করতে হতো, যেমন ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান আয়োজক থাকলেও ভারতের ম্যাচগুলো আমিরাতে...