০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৩ এএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৩ এএম রাজধানী ঢাকার খালগুলো দিন দিন ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে। রক্ষণাবেক্ষণের অভাব এবং বর্জ্যে অব্যবস্থাপনার কারণে ভরাট হয়ে পড়ে খাল। আর অনেক জায়গায় সেই সুযোগ কাজে লাগায় অবৈধ দখলদাররা। ময়লার কারণে খালে কোন পানি থাকে না। খালে ময়লা ফেলে, দখল করে গলা টিপে হত্যা করেছে। রাজধানীর অনেক খাল ইতোমধ্যে বিলীন হয়ে গেছে। কাগজে-কলমে যেসব খাল রয়েছে, সেগুলোও দখল ও দূষণে হারিয়ে যেতে বসেছে। অনেক খালেই ময়লা ফেলা হচ্ছে। খালে আশপাশের বাসাবাড়ির সব পয়ঃবর্জ্য গিয়ে পড়ছে।সংশ্লিষ্টরা বলছেন, ঢাকার খাল ভরাট ও বেদখলের ফলে পানিবদ্ধতা এবং পরিবেশ দূষণ বাড়ছে। তা ছাড়া যানজট নিরসনে নৌ-রুট প্রতিষ্ঠা করার পরিকল্পনাও ভেস্তে যাচ্ছে। খাল আবারও ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। উদ্ধারের পর খালগুলো সংস্কার করা হবে।...