০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম ওয়াশিংটনের কাছে অ্যান্ড্রুজ বিমান বাহিনী ঘাঁটিতে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে, তিনি আগামী কয়েক দিনের মধ্যে তার রাশিয়ান সমকক্ষ ভ্লাদিমির পুতিনের সাথে ফোনে কথা বলবেন বলে আশা করছেন। ‘খুব শীঘ্রই, আগামী কয়েক দিনের মধ্যে,’ পুতিনের সাথে কখন ফোনে কথা বলবেন এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন। ‘আমরা এটি সম্পন্ন করতে যাচ্ছি,’ মার্কিন নেতা জোর দিয়ে বলেন, ইউক্রেন সংঘাত সমাধানের প্রচেষ্টা সম্পর্কে মন্তব্য করে। ‘রাশিয়া-ইউক্রেন পরিস্থিতি। আমার বিশ্বাস আমরা এটি সম্পন্ন করতে যাচ্ছি,’ তিনি আরও বলেন। গত ৪ সেপ্টেম্বরও তিনি নিকট ভবিষ্যতে পুতিনের সাথে কথা বলার পরিকল্পনা ঘোষণা করেছিলেন। ১৫ আগস্ট, দুই নেতা আলাস্কার একটি সামরিক ঘাঁটিতে দেখা করেছিলেন। আলোচনার পর সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে পুতিন...