০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম মালয়েশিয়ায় বিনা খরচে ১২ লাখ শ্রমিক পাঠানোর প্রক্রিয়া অনিশ্চিত হয়ে পড়েছে। সিআইডির মামলার কারণে বর্তমান সরকারের প্রচেষ্টা শেষ মুহূর্তে মুখ থুবড়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সিআইডির মামলায় মানব পচার সিন্ডিকেটের হোতা নূর আলীকে বাদ দিয়ে অন্যান্য রিক্রুটিং এজেন্সীর বিরুদ্ধে ‘নির্দিষ্ট ফরম’ পূরণের মাধ্যমে সাক্ষীদের জবানবন্দি নেয়ার প্রক্রিয়ায় মামলাগুলো ‘এক তরফা সাক্ষী দিতে বাধ্য করার সামিল’ বলে মনে করছেন খোদ পুলিশ কর্মকর্তারাই। এতে করে ঝুলে যেতে পারে সরকারের মালয়েশিয়ায় শ্রমিক বিনা খরচে ১২ লাখ শ্রমিক পাঠানোর প্রক্রিয়া। তাতে দেশে রেমিট্যান্স আসার যে সম্ভাবনা দেখা দিয়েছিল তাও প্রায় অনিশ্চিত। জানা গেছে, বাংলাদেশি রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায় ও অর্থপাচারের অভিযোগ তুলে সিআইডির সাম্প্রতিক মামলা নিয়ে দেশে-বিদেশে ব্যাপক সমালোচনা তৈরি...