০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম ভাদ্র মাস শেষ প্রান্তে এসেছে। তবুও ভ্যাপসা গরমে অস্বস্তি ঘরে-বাইরে। কোথায় শরতকালের চিরচেনা হালকা গরম, হালকা শীতের মিশেল, ভোরের কুয়াশায় সেই স্বস্তিদায়ক আবহাওয়া? বাতাসে জলীয়াষ্পের পরিমাণ বেশি থাকায় দিনে-রাতে গরমের দাপট। গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানী ঢাকায় জলীয়বাষ্পের হার ছিল ৮৮ শতাংশ, যা অতি উচ্চ আর্দ্রতা। এর ফলে মানুষের শরীর থেকে অতিরিক্ত ঘাম বের হয়ে দ্রুত কাহিল ও অসুস্থ হয়ে পড়ছে অনেকেই। তাছাড়া দিনের গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে রাতের তাপমাত্রাও। শরতের ‘অকাল’ খরতাপে ঘরে ঘরে অসুস্থ হয়ে পড়ছে ছেলে-বুড়ো-তরুণ। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপের সঙ্গে ভাইরাস জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, শ^াসকষ্ট রোগীর ভিড় বাড়ছে হাসপাতাল-ক্লিনিকে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বোচ্চ ৩৩.৭ এবং...