০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম নির্বাচন কমিশনের ব্যারোমিটারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বাভাস সঠিক পথেই এগিয়ে চলছে। ৫ আগস্ট প্রধান উপদেষ্টা রমজানের আগে নির্বাচনের টাইমফ্রেম বেঁধে দেয়ার পর নির্বাচন কমিশন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন এবং ডিসেম্বরে তফসিল ঘোষণার লক্ষ্যে রোডম্যাপ ঘোষণা করেছে। ইতোমধ্যেই তিনশ’ আসনের সীমানা পুনর্নিধারণ এবং ভোটার তালিকা চূড়ান্ত হয়েছে। প্রিডাইডিং-পুলিং অফিসারের তালিকা প্রস্তুত, আইন-শৃংখলা বাহিনীর প্রশিক্ষণ কর্মপন্থা শুরু হয়ে গেছে। প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের সিনিয়র উপদেষ্টাদের বেশির ভাগই ঘোষিত সময়ে নির্বাচনের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। কিন্তু সরকারের ভিতরেই একটি চক্র নির্বাচন পেছানোর অপচেষ্টায় ফন্দিফিকির করছেন। এই চক্রে যেমন বিদেশি শক্তির ইন্ধন রয়েছে; তেমনি দেশি চক্র সক্রিয়। কয়েকজন উপদেষ্টা এবং বিভিন্ন সংস্কার কমিশনের দায়িত্বশীল ব্যক্তির নাম এ তালিকায় আছে এমন প্রচারণা রয়েছে। পতিত...