০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম কুমিল্লা বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন (২৩) ও তার মা তাহমিনা বেগমের (৫২) লাশ কুমিল্লা নগরীর কালিয়াজুরী এলাকার একটি ভবনের দ্বিতীয় তলার ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাতটার দিকে কোতোয়ালী থানা পুলিশ মা ও মেয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এর আগে রোববার রাত পৌনে ১১টার দিকে ঘরের ভেতর মা ও বোনের লাশ দেখে পুলিশে খবর দেন নিহত তাহমিনা বেগমের ছেলে। ঘটনার বিষয়ে প্রাথমিক তদন্তের পর পুলিশ বলছে, এটি পরিকল্পিত হত্যাকা-। এ ঘটনার প্রতিবাদে ও খুনিদের গ্রেফতারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। কুমিল্লা নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের সুজানগর...