কুমিল্লার মুরাদনগর উপজেলায় ঘুরতে এসে ছিনতাইয়ের শিকার হয়েছেন হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের শোভারামপুর গ্রামের তিন ভাইবোন। রবিবার রাত আটটার দিকে উপজেলার সদর ইউনিয়নের দিলালপুর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় এনসিপি নেতা সাজিদ ও মাহিন তাদের কাছে নগদ ২০ হাজার ৫০০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেন। এসময় কিশোরী বোনের সঙ্গে অশালীন আচরণও করা হয়। এ ঘটনায় মুরাদনগর থানায় অভিযুক্ত সাজিদ ও মাহিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী বাদশা। তিনি জানান, ছিনতাই হওয়া মোবাইল ফোন ফেরত দেওয়ার অজুহাতে অভিযুক্তরা আবারও তার কাছ থেকে ৫ হাজার টাকা নিয়েছেন। স্থানীয়রা জানান, সাজিদের সঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ও তার আত্মীয় ওবায়দুল্লাহর ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় তাদের অপকর্মের বিরুদ্ধে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পান না। এমনকি সামাজিক...