০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম পূর্ব শত্রুতার জের ধরে মোটর সাইকেল থেকে নামিয়ে ইভন (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। গত রোববার রাত ৯টার ফতুল্লা মডেল থানার অক্টোঅফিস এলাকায় চেঙ্গিস খানের বাড়ীর সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। ইভন হত্যাসহ একাধিক মামলার আসামি ও কিশোর গ্যাং প্রধান হিসেবে পরিচিত। তিনি ইসদাইর এলাকার এম.এ আজম বাবুর ছেলে। প্রতিপক্ষ সাইফুল গ্রুপের হাতে ইভন নিহত হয় বলে জানা যায়। সাইফুল গ্রুপও সন্ত্রাসী হিসেবে অভিযোগ রয়েছে। নিহতের বড় ভাই রাফিন জানান, তিনি সংবাদ পেয়ে ঢাকা মেডিকেলে এসেছেন। এসে জানতে পারেন ইভন মারা গেছে। তিনি আরো জানান, রাত ৯টায় ইসদাইর অক্টো অফিসস্থ চেঙ্গিস মিয়ার বাড়ীর সামনের রাস্তা দিয়ে নাছিম নামের এলাকার এক ছোট ভাইকে নিয়ে মোটর সাইকেলে...