০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম স্পেনের তরুণ টেনিস তারকা কার্লোস আলকারাজ আবারও প্রমাণ করলেন কেন তাকে বলা হয় এই প্রজন্মের সেরা। নিউইয়র্কের ফাইনালে দারুণ লড়াইয়ে হারালেন ইতালির জ্যানিক সিনারকে। এর মধ্য দিয়ে আলকারাজ জিতলেন নিজের দ্বিতীয় ইউএস ওপেন ও ক্যারিয়ারের ষষ্ঠ গ্র্যান্ড সø্যাম শিরোপা। একই সঙ্গে ফিরলেন বিশ্বের এক নম্বর আসনেও। গতপরশু রাতে চার সেটের ফাইনালে ৬-২, ৩-৬, ৬-১, ৬-৪ গেমে জয় পান আলকারাজ। গত জুলাইয়ে উইম্বলডন ফাইনালে সিনারের কাছে হারের প্রতিশোধও এ জয় দিয়ে সেরে নিলেন তিনি।প্রথম সেটেই দাপট দেখান আলকারাজ। ৬-২ ব্যবধানে জিতে নেন। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান সিনার, ৬-৩ ব্যবধানে জিতে সমতায় ফেরেন। কিন্তু তৃতীয় সেটে আলকারাজ ঝড় তুলে ৬-১ ব্যবধানে জিতে নেন। চতুর্থ সেটেও আক্রমণ ধরে রেখে ৬-৪ ব্যবধানে...