০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম অতীতে মানুষের মধ্যে বর্বরতা ছিল। বিশেষ করে যুদ্ধে নৃশংসতা ছিল সীমাহীন। ইসলাম সর্বপ্রথম হিংসা, মারামারি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। বিশ, ত্রিশ এমনকি শত বছরের গোত্রীয় যুদ্ধ বন্ধ করে। যুদ্ধক্ষেত্রে অপ্রয়োজনীয় হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা এবং বেসামরিক ব্যক্তি, নারী, শিশু, বৃদ্ধ ও ধর্মীয় শ্রেণীকে নিরাপত্তা দেওয়া ইসলামের বিধান। রাস্তাঘাট, ফল ও ফসল নষ্ট না করা যুদ্ধের সময়কার ডিউটি। জাহেলী যুগে শত্রুর লাশ বিকৃতি প্রচলিত ছিল। ইসলাম এই নিয়ম রহিত করে। শত্রু যত বড়ই হোক, যুদ্ধ ক্ষেত্রে নিহত হওয়ার পর তার লাশ মানবিক মর্যাদার তাবেদার। একে বিকৃত করা যাবে না। কোনো পর্যায়েই লাশে অগ্নিসংযোগ ইসলাম সমর্থন করে না। ইসলাম সম্পর্কে অজ্ঞ ও বিবেকহীন ব্যক্তিরাই কেবল এ ধরনের কাজ...